ভোলাহাট প্রতিনিধিঃ সম্প্রতি সরকারের দেয়া গ্রামীণ উন্নয়নমূলক নানা প্রকল্পের মধ্যে বুধবার বেশ কিছু প্রকল্প পরিদর্শণ করলেন ভোলাহাটের ইউএনও আব্দুল্লাহ আল মামুন। বিকেলে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের আওতায় সুরানপুর রাফিকের ডিপ হতে পাঁচটিকরি বটগাছ পর্যন্ত রাস্তা সংস্কার, তেলীপাড়া ব্রীজের মাথা হতে রবুর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, ৪০দিনের কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় ইউএনও প্রকল্পগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার প্রচুর উন্নয়ন কাজ করছেন। এরই অংশ হিসেবে এ সব গ্রামীণ উন্নয়ন প্রকল্প। তিনি বাঁকী আরো যে সব প্রকল্প রয়েছে সেগুলো পরিদর্শন করবেন বলে জানান। এ সময় তার সাথে ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলি মুনিমুল হকসহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০