ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটের সবার প্রিয় বিটিসিএল কর্মচারী বুধবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার গোপিনাথপুর গ্রামের আজি শাহর ছেলে লাল মোহম্মদ। তিনি ১৯৮৪ সালে টেলিগ্রাম এ্যান্ড টেলিফোন বিভাগে মাষ্টার রোলে কর্মরত ছিলেন। পরে ২০০৫ সালে চাকুরী স্থায়ীকরণ হয়। তিনি বাংলাদেশ আ’লীগের ভোলাহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। প্রতিদিনের মত বুধবার রাতে সুয়ে পড়েন। রাত ২টার সময় তার স্ত্রী লাল মোহম্মদকে মৃত্য অবস্থায় দেখতে পান। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রীসহ ২মেয়ে ও অসংখ্র গুনাগ্রহী রেখে গেছেন। লালু ভোলাহাটের একজন প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির, টিএনটির সাবেক এমসিও হাজী আনিস শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০