ভোলাহাটর গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের আয়াজনে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে খোলআলমপুর মাদ্রাসা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত সকল ধর্মের সহস্রাধিক নারী পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ।
অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, বীর মুক্তিযাদ্ধা তৈমুর রহমান, পুলিশ পরিদর্শক মাঃ রেজওয়ান, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম কবির, সাবেক উপজেলা পরিষদ সদস্য মোসাঃ হুসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল আহমদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব, ইউনিয়ন পরিষদ সদস্য শামাউন ররজা টানু, আব্দুর রাকিব প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০