ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
বৃহস্প্রতিবার (২৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলট বিতরণ করা হয়।
সাবেক এমপি মো: আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মী নিয়ে লিফলট বিতরণ করেন
ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যাক্ষ মো: কামাল উদ্দিন, বিএনপি নেতা মো: আলাউদ্দিন, নারী নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশি রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মিজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো: মুন্সুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রদল নেতা মো: মহসিন আলীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন, সরকারকে সকল ধরনের কর ও খাজনা দেওয়া বন্ধসহ অসোহযোগ আন্দোলন সফল করার আহ্বানন জানান। লিফলেট বিতরণ শেষে জেলবন্দী নেতা কর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সাবেক এমপি মো: আমিনুল ইসলাম।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০