এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি। সাত জানুয়ারি ভোট সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ নিবন্ধিত দল যখন প্রচারে ব্যস্ত, বিএনপি ও সমমনা দলগুলো তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঢাকার এলিফেন্ট রোড এবং পরে বেইলি রোডে এবং দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা তাদের এলাকার দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডামি নির্বাচনের প্রচারে নেমে গতকাল সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তা হলো সন্ত্রাসীদের ভাষা। তিনি সন্ত্রাসীদের ভাষায় হুংকার দিচ্ছেন। এভাবে হুংকার দিলেও ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না, ভোট কেন্দ্রে যাবে না। প্রধানমন্ত্রীকে বলব, আপনার এত সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? আপনি দেবেন না। কারণ, আপনি ভালো করেই জানেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনার জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না।
এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন। পাশাপাশি সরকারকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার এবং ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানান।
চট্টগ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বকর। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হয়ে চকবাজরসহ নগরীর গুরুত্বপুর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করে দলটি। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চলমান আন্দোলনে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে। এ সময় ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগন বয়কট করবেন বলে বক্তারা জানিয়েছেন।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় লিফলেট বিতরণ ও এই সরকারের অধীনে নির্বাচনে ভোট দিতে না যাওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ীদের আহ্বান জানান দলটির নেতাকর্মীরা।
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বরিশাল নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ জেলা বিএনপি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে নেতাকর্মীরা বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউসহ আশপাশের সড়কে লিফলেট বিতরণ করেন।
শেরপুর সদর উপজেলার কোনাগারা বাজারে জনসাধারণের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ এ লিফলেট বিতরণের নেতৃত্ব দেন।
জামালপুরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পাবনা জেলা যুবদল ও ছাত্রদল যৌথ উদ্যোগে তফসিল বাতিল, শেখ হাসিনার পদত্যাগ, এক দফা অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণের প্রথম দিনে গণসংযোগ করা হয়।
৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে বিএনপি শুক্র ও শনিবার সারাদেশে লিফলেট বিতরণ করবে। এরপর রোববার আবারও সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি দিয়েছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০