সিরাজগঞ্জের তাড়াশে আগামী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পৃথক দুটি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে তৃতীয় লিঙ্গের দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে এলাকায় জোর আলোচনা চলছে। এমনকি দুজনেই জয়ের ব্যাপারেও আশাবাদী।
তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ও তালম ইউনিয়নের কাজলী (জাহাঙ্গীর) সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রনি পেয়েছেন তালগাছ প্রতীক ও কাজলী পেয়েছেন বক প্রতীক।
তৃতীয় লিঙ্গের রনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি।
তৃতীয় লিঙ্গের কাজলী বলেন, আমরাও মানুষ এবং এ দেশ আমাদেরও। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকায় সাড়া পাচ্ছি প্রচুর। আমি নির্বাচনে জয় নিয়ে আশাবাদী। গত নির্বাচনেও প্রার্থী ছিলাম। সামান্য কিছু ভোটে হেরে গিয়েছিলাম।
এ বিষয়ে কথা বলার জন্য তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়কে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০