খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে ভেঙে গেছে বলে জোর গুঞ্জন উঠেছে। কয়েক দিন আগে একেবারে শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকতা। তখন বলা হয়েছিল, চিকিৎসকের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দুই পরিবারের আচরণে মনে হচ্ছে ঘটনা অন্য কিছু।
ভারতীয় গণমাধ্যম জানায়, হঠাৎ করেই বিয়ে পিছিয়ে যাওয়াতে যুক্তরাষ্ট্রে ফিরে যান প্রিয়াঙ্কা ও নিক জোনাস। তখন জানানো হয়, বিয়ের কয়েক দিন আগে অস্ত্রোপচার হওয়াতে আপাতত বিশ্রামে থাকতে হবে কনে ঈশিতা কুমারকে।
কিন্তু সম্প্রতি ঘটনা যেদিকে মোড় নিয়েছে তাতে জোর গুঞ্জন, হচ্ছে না সিদ্ধার্থ চোপড়া ও ঈশিতার বিয়ে।
ঈশিতার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই দিকেই ইঙ্গিত করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত রোকার সব ছবি ঈশিতা সরিয়ে ফেলেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
নিজের একটি নতুন ছবি পোস্ট করে লিখেছেন, “নতুন জীবনকে স্বাগত... সুন্দর পুরোনো স্মৃতিগুলোকে বিদায়।” ওই ছবিতেই ঈশিতার মা নিধি কুমার লিখেছেন, “পুরোনো বইয়ের পাতা বন্ধ করে নতুন লেখা শুরু করো...।” বাবা লেখেন, “আমরা তোমার পাশেই আছি। তুমি স্টার হওয়ার জন্যই জন্ম নিয়েছো...।”
ঈশিতা তার সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সরিয়ে দিয়েছেন নিউ ইয়ার সেলিব্রেশনে প্রিয়াঙ্কা, তার মা মধু ও ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে সব ছবিও।
এ ছাড়া ইনস্টাগ্রামে ঈশিতাকে অনুসরণ করছেন না প্রিয়াঙ্কা ও সিদ্ধার্থ।
সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ঈশিতা ও সিদ্ধার্থের বিয়ে হচ্ছে না।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০