খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য তাকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান এলাকায় অবৈধভাবে ১০ কাঠা জমি দখলের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে রোববার একটি মামলা করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০