খবর২৪ঘণ্টা ডেস্ক: কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়ে ভুয়া কাস্টমস কমিশনারসহ ৩ প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি টিম এই অভিযান চালায়।
বুধবার (৯ জানুয়ারি) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিরা কাস্টমস কমিশনার ও তার পিএস পরিচয় দিয়ে ঢাকা কাস্টমস হাউজের জব্দ করা সোনার বার নিলামে দেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান ব্যাপারে জানতে পেরে অভিযান চালায় সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের একটি টিম।’
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান আরও জানান, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিআইডি কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০