খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: মন্দির চত্বরে শ্যুটিং-এর অভিযোগে এফআইআর দায়ের করা হল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে। ‘নো ক্যামেরা জোন’-এ শ্যুটিং করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ মন্দির কমিটির সদস্যরা বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি মন্দির চত্বরের নো-ক্যামেরা জোনে গিয়ে একটি বিজ্ঞাপনের শ্যুট করেছেন।
সম্প্রতি ওই আউটডোর শ্যুটের একটি ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে মন্দির চত্বরের ভেতর বসে বিজ্ঞাপনের শ্যুট করছেন এবং সৌন্দর্য সংক্রান্ত নানা টিপস দিচ্ছেন। পুরো শ্যুটটি এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে রেকর্ড করে নেন। গত রবিবারই লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন রবিনা।
ঘটনাটি সামনে আসার পরই মন্দির কমিটির প্রধান লিঙ্গরাজ থানায় এফআইআর দায়ের করেন। আপাতত সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, জানিয়েছেন ভুবনেশ্বরের ডিসিপি সত্যবত্র ভোই। মন্দির কর্তৃপক্ষের দাবি, এখানে মন্দিরের নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। ভক্তদের আঘাত লেগেছে এই ঘটনয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও অভিযোগ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০