পাবনা প্রতিনিধি: ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমানের গাড়ী চালক উজ্জল হোসেন এবং পরিষদের চৌকিদার মিলন হোসেন ভিজিএফ এর ১৬ বস্তা চাল গঙ্গারামপুর বাজারে জনৈক রবিউল ইসলামের দোকানে বিক্রি করছিলেন। এ সময় বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পুলিশ বিষয়টি পাবনা সদর উপজেলা প্রশাসনকে জানালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকসানা মিতা আটক গাড়ী চালক উজ্বল ও চৌকিদার মিলনের স্বীকারোক্তি অনুযায়ী ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে আরো ২২ বস্তা চাল উদ্ধার করে চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান কে আটকের নির্দেশ দেন। পরে চেয়ারম্যানকে তার কার্যালয় থেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ভিজিএফ চাল বিতরণের সংযুক্ত কর্মকর্তা ফরহাদ লতিফ বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানার ওসি মনিরুজ্জামান আরো জানান, সরকারি কর্মচারী হওয়ায় অভিযোগ ও সিজারলিস্টসহ অভিযুক্তদের দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের দুদকের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০