কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে।তবে আটকদের ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিষয়টি পরে জানানো হবে।
এ ঘটনায় রোববার (০৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০