খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা দিনের বড় একটা অংশ ফেসবুকে সক্রিয় থাকেন। সোমবার ফেসবুক সতর্ক করে বলেছে, গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম 'ভালো এবং ভারসাম্য রক্ষা করতে পারে' এমন নিশ্চয়তা তারা দিতে পারবে না। তবে কোম্পানিটি বলেছে, নির্বাচনে রাশিয়া কিংবা অন্য কারো হস্তক্ষেপ বন্ধে এটি চেষ্টা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণ খবর ছড়িয়ে দেয়া একটি বৈশ্বিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ মাধ্যমটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। রাশিয়া এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার সামিধ চক্রবর্তী একটি পোস্টে জানান, 'সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিকগুলো নেতিবাচকতাকে ছাড়িয়ে যাবে এমন নিশ্চয়তা দিতে পারছি না।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০