খবর ২৪ ঘণ্টা ডেস্ক: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরেকবার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেলে থেকে সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। অন্যদের তুলনায় একটু দেরিতেই শুভেচ্ছাবার্তা পাঠালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে ‘বড় জয়’ উল্লেখ করে জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে অনেক কিছু করা বাকি আছে।
টুইট করে মোদি ও তার দল বিজেপির জয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “ভোটে বড় জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে অনেক শুভেচ্ছা।”
হোয়াইট হাউসে দুই দেশের দুই নেতার কোলাকুলির ছবি এক সময় ভাইরাল হয়েছিল। পরে অবশ্য সেই সব ছাপিয়ে ওঠে তিক্ততা।
তবে একই টুইটে ট্রাম্প লেখেন, “ভারত ও আমেরিকার একসঙ্গে ভালো কাজ করার অনেক কিছুই বাকি আছে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য আমি উৎসুক।”
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০