খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক গভীর ও উষ্ণ। সময়ের পরীক্ষায় এ সম্পর্ক উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় কাদের জানান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যা সমাধান সহজেই সম্ভব।
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।’
রীভা গাঙ্গুলীর সঙ্গে বৈঠকে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।’
সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশনারের সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা ও অপরাজনীতি করা বিএনপির চিরাচরিত ঐতিহ্য। এ কারণেই বিএনপির মহাসচিব বন্যাকে নতজানু পররাষ্ট্র নীতির ফল বলার মতো মিথ্যাচার করেছেন।’
বর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০