আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুইদিন থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে না পারায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।
পুলিশ জানায়, আটক বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। তাই তাদের আটক করা হয়েছে। আটকের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে। আটকদের মধ্যে দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি ও একজন প্লাম্বারের কাজ করতেন। এ ছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন বলে জানায় থানে জেলার পুলিশ।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০