খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হলে প্রাণ হারিয়েছেন ওই বিমানের পাইলট। বিমানটি জামনগর বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বলে জানা গেছে।
ইন্ডিয়া টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)-এর একটি যুদ্ধবিমান গুজরাটের জামনগর ঘাঁটি থেকে উড্ডয়নের পর কুচ জেলার একটি গ্রামের পাশে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের পাশাপাশি বেশ কয়েকটি গবাদি পশুও মারা যায়। একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযানের জন্য বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানা যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বেশ কয়েকটি বিমান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগেই একটি আইএএফ হেলিকপ্টার আসাম রাজ্যের মাজুলি দ্বীপে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০