খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সৈন্যের গুলিতে তার চার সহকর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দেশটির গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
ওই খবরে বলা হয়, ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈন্যটি তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
তর্কবিতর্কের জের ধরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল এই হামলা চালায়।
বিজাপুরের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘ওই কনস্টেবল তার চার সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান। এরা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তিনি একজন এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)।’
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০