খবর ২৪ ঘন্টা ডেস্ক : ভারতে সাধারণ নির্বাচনের দুদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপির এক বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছেন। খবর: হিন্দুস্তান টাইমসের।
মঙ্গলবার দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীরা এ হামলা চালায়। নিহতদের মধ্যে ভীমা মান্দাভির বিজেপির বিধায়ক। অপর নিহত চারজন তার গাড়িবহরে থাকা নিরাপত্তাকর্মী।
এ ঘটনায় দান্তেওয়াড়া জেলার পুলিশপ্রধান পল্লব জানান, এ হামলায় এক বিজেপি এমএলএসহ পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকালে ওই জেলা দিয়ে ভীমা মান্দাভির গাড়িবহর যাওয়ায় সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
ছত্তিশগড় পুলিশপ্রধান ডিএম অয়সথি পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ২৪ ঘন্টা/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০