খবর ২৪ঘণ্টা ডেস্ক:ভারতের মহারাষ্ট্র রাজ্যে মাওবাদী জঙ্গিদের হামলায় বুধবার অন্তত ১৫ কমান্ডো নিহত হয়েছে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, রাজ্যের গঢ়চিরৌলী জেলার কুরখেদা থেকে ছয় কিলোমিটার দূরে রাজ্য সড়কের ওপর লেন্দরী পুলের কাছে ঘটনাটি ঘটেছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রাস্তায় পেতে রাখা মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে যায় সি-৬০ কমান্ডোদের একটি গাড়ি।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা গাড়িটা টুকরো টুকরো হয়ে যায়। ওই গাড়িতে থাকা ১৫ জন কমান্ডোকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এ দিন ভোর রাত থেকেই ওই চত্বরে কার্যত তাণ্ডব চালায় মাও জঙ্গিরা। সেখানে তারা প্রায় তিন ডজন গাড়ি পুড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, প্রায় ১৫০ জনের একটি দল ভোর রাত থেকে পুরাদা-ইয়েরকর ১৩৬ নম্বর জাতীয় সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ির উপর হামলা চালায়।
সেই খবর পেয়েই কমান্ডোদের ওই দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে গোটা রাজ্যে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। তার মাঝেই এই বড়সড় হামলা চালাল মাওবাদীরা।
গঢ়চিরৌলীর ওই হামলার ঘটনার কয়েকদিন আগেই ছত্তিশগঢ়ে হামলা চালায় মাওবাদীরা। তাদের হামলায় বিজেপির এক বিধায়ক সহ প্রাণ হারান পাঁচজন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০