ভারতের মহারাষ্ট্র প্রদেশের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে অন্তত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। খবর: আনন্দবাজার পত্রিকার।
পুলিশ সূ্ত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই অভিযান শুরু করে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’। গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় এরপর মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ দুইপক্ষের গোলাগুলি চলে।
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, আমরা এখনও ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। তল্লাশি অভিযান চলছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। গুলির লড়াইয়ে অন্তত চার জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০