করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৭৭১ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৭৭১ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন।
এর আগে ২৬ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ২৮১২ জনের মৃত্যু হয়। ২৫ এপ্রিল ২৭৬৭ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে।
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন।
এদিকে, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে। দেশটির চিকিত্সা অবকাঠামোতে মহামারির চাপ দেখা দিয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০