ভারতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ মে) সকাল ১০টার দেশটির মধ্যপ্রদেশের মোরেনা জেলা শহরের লেপা গ্রামে এই হতাকাণ্ডের ঘটনা ঘটে।
দুই পরিবারের (ধীর সিং ও গজেন্দ্র সিং) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০১৩ সালেও দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজনকে হত্যা করে গজেন্দ্র সিং পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে বিষয়টি মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে।
শুক্রবার প্রতিশোধ নিতে ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে গজেন্দ্র সিং পরিবারের ওপর হামলার পর গুলি চালায়। এতে গজেন্দ্র সিং পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সুত্র- এনডিটিভি
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০