আন্তর্জাতির ডেস্ক:
ভারতের গুজরাটের সুরাতের একটি কোচিং সেন্টারে আগুন লেগে ১৫জন শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুরাটের সারথানা এলাকার তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। বহুতল ভবনটির তৃতীয় তালায় কোচিং সেন্টার ছিলো। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু
সুরাটের পুলিশ কমিশনার সতিশ কুমার শর্মা বলেছেন, ‘১৫ জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে।’ ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে শিক্ষার্থীরা ছাদ থেকে লাফ দিচ্ছেন। বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছর। প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯ টি দমকল ইঞ্জিন ও দুটি হাইড্রোলিক প্লাটফর্ম কাজ করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় এই অগ্নি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে গুজরাটে প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা বলেছেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০