খবর২৪ঘণ্টা ডেস্ক:সেই দুই পাইলট যারা গত সপ্তাহে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দেশটির জাতীয় সংসদে তাদের পরিচয় প্রকাশ করেন।
বুধবার পার্লামেন্টকে তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন।
ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক
যুদ্ধ শুরুর আশঙ্কা প্রবল হয়। ২৭ ফেব্রুয়ারির ওই ঘটনায় ভারতের মিগ-২১’র
পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। অভিনন্দনকে
গত শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার দেশটির
পার্লামেন্টে বলেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত
করেছে।
মেহমুদ কোরেশি আরও বলেন, তিনি এ দুই পাইলটকে সম্মান জানাতে চান। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেসরকারিভাবে সিদ্দিকির নাম এসেছিল।
সূত্র: পার্স নিউজ
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০