খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
রোববার বিকেল সাড়ে ৪টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর কেশব গোখালের এটাই প্রথম বাংলাদেশ সফর। এ সফরে দুই দেশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিপক্ষীয় ও বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে।
সোমবার (৯ মার্চ) দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হবে। এ সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। এদিন ২টায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখালে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের সম্পর্ককে কীভাবে আরও দৃঢ় করা যায় এবং অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়েও আলোচনা হবে। প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যুটিও।
ঢাকা সফরে বিজয় কেশব গোখালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০