খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের গুনুটর জেলায় গত এক সপ্তাহে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আক্রান্ত ও ৯শরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে, শহরে সরবরাহ করা দূষিত খাবার পানি খেয়ে এই প্রাণহানির ঘটে এবং লোকজন অসুস্থ হয়ে পড়েছে। এ পরিস্থিতি তৈরির পেছনে কিছু পৌর কর্মকর্তার অবহেলাকে দায়ী করা হচ্ছে।
জেলা কর্মকর্তারা বলছেন, জেলার হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। বমি, ঘন ঘন পাতলা পায়খানা ও জ্বর নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে।
পরিচ্ছন্নতা যাচাই ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ঘরে ঘরে লোক পাঠানো ছাড়াও বিভিন্ন দল পানি সরবরাহ পাইপ লাইনে কোন সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।
এদিকে যেসব এলাকায় বেশি লোক অসুস্থ হয়ে পড়েছে সেখানে বিশেষ মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০