নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত ও কলঙ্কিত। তাদের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে’ ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘ভারত চট্টগ্রাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা-বিহার-উড়িষ্যার দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল।
ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা,হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না। তিনি আরো বলেন,“পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে। আলু, পেঁয়াজ দেবে না বলছে। আপনারা (ভারত) মাগনা দিচ্ছেন নাকি। আমরা পয়সা দিয়েই নিচ্ছি ”
অনুষ্ঠানে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসেবে একটি ভারতীয় চাদর পোড়ানো হয়। এ ছাড়াও নামমাত্র মূল্যে দেশীয় পণ্য বিক্রি করা হয়।
এসময় উপন্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহব্বায়ক এ্যাড. এরশাদ আলী এশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০