খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে স্থানীয় সময় রবিবার বিকেলে রাজ্যের দেবীপটনম এলাকা সংলগ্ন গোদাবরি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ৬৩ জন যাত্রী নিয়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, রবিবার ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার পর নৌকাটির ২৩ জন আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) -এর দু’টি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০