খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটাবিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। কোটার বিরোধিতায় ভারত বনধকে কেন্দ্র করে দেশটির বিভিন্নস্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ‘আজ মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এখন পর্যন্ত ১২ জন আহত হয়েছেন।
ভারতের বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কোটা সংরক্ষণের বিরোধিতা করে কয়েকটি গোষ্ঠী অবরোধের ডাক দেয়।
খবরে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এছাড়া বিহারের পাটনা, বেগুসারি, লক্ষিসড়াই, মুজাফফরপুর, ভোজপুর, শেখপুরা ও দরভাঙ্গা জেলায় শত শত মানুষ সড়ক, রেলপথ ও স্থানীয় বাজার বন্ধ করে দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর, মুজাফফারনগর, শামলি এবং হাপুনে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। মুজাফফারনগরে স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০