ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নৌশেরা সেক্টরে দুদেশের সীমান্ত পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর আনাদোলু ও এনডিটিভির।
ভারতের উপ সেনাপ্রধান লে. জেনারেল সতিনদার কুমার সাইনি জানান, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্ত রেখা পার হয়ে ভারতে আসার চেষ্টা করলে তাদের গুলি করা হয়। নিহত পাকিস্তানি সেনারা হলেন- ৩৫ বছর বয়সী নায়েক শাহজাহান এবং ২১ বছর বয়সী সিপাহী হামেদ।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের দুই জওয়ান ‘শহীদ’ হয়েছেন। উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের তিনবার যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০