আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এস বি ডিও নিজের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছেন। দেশটির বিমানবাহিনীর জ্যেষ্ঠ এই কর্মকর্তা ভুলবশত তার উরুতে গুলি ছুঁড়েছেন। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় এই দৈনিক বলছে, গুলিবিদ্ধ হওয়ার পর বিমানবাহিনীর উপপ্রধানকে নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে এয়ার মার্শাল এস বি ডিও’র অবস্থা স্থিতিশীল।
১৯৭৯ সালের ১৫ জুন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হিসেবে কমিশন পান এয়ার মার্শাল ডিও। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ও ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০