খবর২৪ঘণ্টা ডেস্ক: পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতীয় বায়ু সেনার পাল্টা প্রতিঘাতের খবরে উচ্ছ্বসিত গোটা দেশ। শুধু সাধারণ দেশবাসীই নয়, সার্জিক্যাল স্ট্রাইক-২ এ খুশির হাওয়া তারকা মহলেও। এমন পদক্ষেপের জন্য ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানিয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে দক্ষিণী তারকারাও। বাদ যাননি টালিগঞ্জের তারকারাও।
দেব, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, ঐন্দ্রিলা সেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত সহ আরও অনেকেই ভারতীয় সেনাকে স্যালুট করেছেন। সকলেই নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে দেশের সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
https://twitter.com/mimichakraborty/status/1100307194279415808?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100307194279415808&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Fsurgical-strike-2-mimi-chakraborty-dev-rukmini-prambrata-chatterjee-salutes-iaf_249558.html
সাংবাদিক বরখা দত্তের টুইটটাই রিটুইট করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।এই ভারতীয় বায়ু সেনার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় টুইট করেছেন অক্ষয় কুমার, স্বরা ভাস্কর, অভিষেক বচ্চন, অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, পরিচালক এস এস রাজামৌলি, মহেশ বাবু, রজনীকান্ত সহ আরও অনেকেই।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০