খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: “his heir be me.. his writings be mine.. MINE! I shall not and will not allow its dilution to general public…” কড়া ভাষায় নিজের মতামত জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি ট্যুইটার ব্লগে ভারতীয় আইন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিগ বি। স্পষ্ট ভাষায় লিখলেন, “বাবার মৃত্যুর পরে তাঁর স্থাবর-অস্থাবর সব কিছুর অধিকারই তাঁর”। কিন্তু কেন এমন লিখেছেন শাহেনশা!
আসলে অমিতাভ আক্রমণ করেছে ভারতীয় ‘কপিরাইট ল’ আইন ব্যবস্থাকে। ১৯৫৭ সালে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, সাহিত্য, নাটক, সঙ্গীত বা কোনও শিল্পকর্মের স্রষ্টার মৃত্যুর ৬০ বছর পরে তাঁর কোনও সৃজনকর্মের উপরেই আর তাঁর বা তাঁর পরিবারের অধিকার থাকবে না। তা যে কেউ পুনরুপস্থাপন করতে পারবেন। এই আইনি ব্যবস্থাকে সমর্থন করতে নারাজ বিগবি।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের বাবা,স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চন। তাঁর রচিত কবিতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ‘মধুশালা’, ‘অগ্নিপথ’, ‘রুকে না তুম’। উল্লেখ্য হরিবংশ রাই বচ্চনের মৃত্যু হয় ২০০৩ সালের ১৮ জানুয়ারি। তাই বাবা হরিবংশ রাই বচ্চনের রচিত কবিতাগুলিও আর তাঁর পরিবারের থাকবে না। তাঁর রচিত সমস্ত কবিতা হয়ে যাবে বিশ্ববাসীর। এবং তা নিয়ে যে যা খুশি করতে পারে। এটা মেনে নিতে পারছেন না তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০