পাবনা প্রতিনধি:পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে অসুস্থ্য স্বামী সেলিম হোসেন (৪৬) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সেলিম উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের দবির উদ্দিনের ছেলে।
পারিবারিক সুত্র জানায়, উপজেলার পাথরঘাটা গ্রামের হতদরিদ্র সেলিম হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগতেছিলেন। এ কারণে তিনি কোনো কাজ করতে না পারায় সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো।
মঙ্গলবার দুপুরে সংসারের নানা চাহিদা নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এতে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে ও স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন সেলিম হোসেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০