বাগমারা প্রতিনিধি: বাগমারার ভবানীগঞ্জ ফিলিংষ্টেশনে অভিযান চালিয়ে ১০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ফিলিংষ্টেশনে অভিযান চালায়। তৈল মাপে কম দেয়ার অভিযোগে ফিলিংষ্টেশনের মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ ফেলিংষ্টেশনে ডিজেল ও পেট্রোল মাপে কম দেয়ার অভিযোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালায়। মাপে তেল কম দেয়ার প্রমান পেয়ে ভ্রাম্যমান আদালতের দলটি ওই ফেলিংষ্টেশনের ১০ হাজার টাকার জরিমানা করেন এবং সংশোধনের জন্য দুইদনি সময় বেঁধে দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতি লিটারে ৫০ থেকে ১০০ গ্রাম তেল গ্রহকদের কম দেন। সে জন্য ১০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়াও দুই দিনের মধ্যে বিআরটিএর কর্মকর্তাদের মাধ্যমে মাপ ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে। বলে তিনি জানিয়েছেন
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০