খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুরো বিশ্ব ভাসছে ফুটবল উন্মাদনায়। সমর্থদের মধ্যে তর্ক-বিতর্কের যেন শেষ নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ বিশ্বের তারকা খেলোয়াড়দের চমক দেখতে মুখিয়ে আছেন পুরো ফুটবর মহল। ফুটবলের হাত ধরে কেউ আর্জেন্টিনা কিংবা কেউবা ব্রাজিলই হয়ে গেছেন। নীল-আকাশি আর হলদসহ বিভিন্ন রঙের জার্সিতে মেতে উঠেছেন সমর্থকরা। শুধুমাত্র পতাকাই নয় চুলের কাটেও চলে এসেছে এই উন্মাদনা।
লিওনেল মেসির ডাই-হার্ড ফ্যান রাশিয়া বিশ্বকাপের আগে পছন্দের দলকে সমর্থন করতে মাথার পিছনে আঁকিয়ে ফেললেন মেসির ট্যাটু। সাইবেরিয়ার এই ফুটবলপ্রেমী হেয়ার স্টাইলিং স্যালঁ-এ গিয়ে তৈরি করে ফেললেন এই ট্যাটু।
এ ব্যাপারে হেয়ার স্টাইলিং স্যালঁ-র ট্যাটু শিল্পী মারিও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গতানুগতিকতা বাইরে এসে তিনি একটু অন্য রকম করতে চেয়েছেন। মেসির এই ট্যাটু লোকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, মাথায় ট্যাটু করাটা খুব জটিল কাজ। এটি করতে পাঁচ থেকে সাত ঘন্টা লেগেই যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০