বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০১৯, ৭:৫৬ এ.এম
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে স্কুলছাত্রী উপমা (১৫)। বুধবার রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় একটি অজ্ঞাত যান তাদের মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়।
আহত উপমাকে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান। উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফু'র মেয়ে। তারা উভয়ে একত্রে বড়াইগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খবর২৪ঘণ্টা ডেস্ক:
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০