নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তিযোদ্ধার ছেলে গোলাম কিবরিয়া বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ। গোলাম কিবরিয়া উপজেলার বড়াইগ্রাম পৌরসভা এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ছেলে।
গোলাম কিবরিয়া বলেন, আমার বাবার ১৯৮৯ সালে ক্রয় জমিতে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসতেছি। কয়েকদিন আগে সেই জমি নিজেদের দাবী করে বড়াইগ্রাম পৌর এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আবুল কাশেম (৬০) নাটোর কোর্টে দলিল বাতিলের মামলা করে।
শুক্রবার সকালে আবুল কাশেম, তার ছেলে নাঈম হোসেন (৩০) ও বড়াইগ্রাম পৌরসভার উচ্চমান সহকারী ইমরুল ইসলামসহ (৪২) ১০ থেকে ১২ জন সেই জমি দখল করার চেষ্টা করে। পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রন করে।
তিনি আরো বলেন, আমার বাবা জমি ক্রয় করে নাম জারির মাধ্যমে ভোগ দখলকৃত জমি। এই ভাবে হয়রানির কোন মানেই হয় না। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে এরকম ভাবে হয়রানি করার প্রতিবাদ জানাচ্ছি।
আবুল কাশেম বলেন, আমি আদালতে দলিল বাতিলের মামলা করেছি।তার কারনে জমি দখলের জন্য গিয়েছিলাম।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন
করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০