বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে ক্যাবল অপারেটরের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০১৯, ৫:৩২ পি.এম
বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে ক্যাবল অপারেটরের মৃত্যু
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে ক্যাবল অপারেটর মহিবুর রহমান (২০)। সে উপজেলার কয়েন গ্রামের আব্দুর রবের পুত্র। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মহিবুর রহমান গতকাল শনিবার সকাল দশটার দিকে তার নিজ গ্রাম এলাকায় ক্যাবল লাইনের সংযোগ দেওয়ার কাজ করতে যায় মহিবুর রহমান। ওই সময় সে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু বলেন, মাহবুব কয়েন কে.সি.এন ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। সে নিজ এলাকায় ডিস লাইনের ছেড়া তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০