নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের উন্নয়নে করনীয় ও কাজে গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন নারী নেত্রীকে নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বড়াইগ্রাম পৌরসভার মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করে স্থানীয় জাগরনী সমাজ উন্নয়ন সংস্থা।
কর্মশালায় পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক সরকার। আরো বক্তব্য রাখেন, বড়াইগ্রাম থানার ওসি মোঃ শাহরিয়ার খান, সংস্থার সভাপতি ও নাটো পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, নির্বাহী পরিচালক মোহররাম হোসেন মাসুদ,পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
[caption id="attachment_27565" align="aligncenter" width="538"] khobor24ghonta.com[/caption]
শেষে মুদি দোকান, চায়ের ষ্টল ও মোবাইল সার্ভিসিং দোকান ব্যবসার জন্য তিনজন প্রতিবন্ধীসহ সাতজন হত দরিদ্র ব্যাক্তির মাঝে বিনা সুদে ৭৯ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০