নাটোরের বড়াইগ্রামে পুর্ব শত্রুতার জেরে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতী হলে বুধবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আব্দুস সামাদ গুনাইহাটি গ্রামে মৃত বাছের প্রামানিক পুত্র।
এলাকাবাসী জানান, বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গুনাইহাটি গ্রামে মৃত মহির উদ্দিনের পুত্র এহিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এর জেরে সামাদের বাড়ির পাশের পুকুরের ধারে একা পেয়ে তাকে লাঠি এবং রড দিয়ে এহিয়া (৪৫) ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) মারপিট করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, আব্দুস সামাদের ভাই বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০