বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরো ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের বনপাড়া আমেনা হাসপাতাল ও পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিখে নাটোর-ঢাকা
মহাসড়কের কালিকাপুর এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৭০ বছরের এক বৃদ্ধ অজ্ঞাত যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মিরা স্থানীয় দুইটি হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনার শিকার বাস দু্টিকে উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০