নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদ হোসেন(২৩) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
এসময় দুই ট্রাকের অপর দুইজন আহত হয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন যশোর জেলার বিজয় নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিএম শামসুন নূর জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে ঢাকা থেকে নাটোরগামী ট্রাকের সাথে যশোর থেকে টাঙ্গাইলগামী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মিনি ট্রাকের হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুইজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক দুইটি জব্দ করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০