নাটোরের বড়াইগ্রামে তেরোটি মামলার কুখ্যাত আসামি ও আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২টি চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ৪ টার দিকে উপজেলার আহম্মেদপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার ও গরু এবং ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বগুড়া জেলার শিবগঞ্জ থানার আলিয়া হাট গ্রামের মৃত দেলোয়ার হোসেন ওরফে দেলবরের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরুল আলম, একই থানার আকমুল গ্রামের জামাল সরদারের ছেলে আমিনুল সরদার, কুড়াহার আয়না পাড়ার মৃত আবু সাঈদের ছেলে মোঃ জামাল ও ভাইয়ের পুকুর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে আশিকুল মোল্লা।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব জানান, উপজেলার ওয়ালিয়া ভবানীপুর গ্রামের মৃত হামিদ প্রামানিকের ছেলে আব্দুস সামাদের বড়াইগ্রাম থানায় দায়েরকৃত মামলার সুত্র ধরেই থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুরি মামলার তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিক্তিতে রাতভর অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম হোতা ও ১৩ মামলার কুখ্যাত আসামি নুর মন্ডল ওরফে নুরুল ইসলাম ওরফে নুরুল আলমকে বগুড়া শহরের মাটিডালি এলাকা হতে গ্রেফতার করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০