বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, বৃক্ষের চারা শুধু রােপণই নয়, সঠিক পরিচর্যা করতে হবে। প্রতি বছরই সড়ক-রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রােপণ করা হয়, সঠিক তদারকী ও পরিচর্যার অভাবে মারা যায় অধিকাংশ গাছ। গাছ আমাদের প্রিয় বন্ধু। যে বন্ধু আমাদের শুধু উপকারই করে, অপকার করে না, আঘাত দেয় না। বিনা প্রয়ােজনে গাছ কাটবেন না। একটি কাটলে তিনটা লাগান। নাটােরের বড়াইগ্রামে “পরিকল্পিত ফল চাষ-যােগাব পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাদ্যকে ধারণ করে সােমবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বােধনকালে প্রধান অতিথি
হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাে. আনােয়ার পারভেজের সভাপতিত্বে আয়ােজিত উদ্বােধনী অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হােসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিতােষ কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। বৃক্ষ মেলা উদ্বােধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শেষার্ধে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে মেলায় স্থাপনকৃত ২৫টি স্টল ঘুরে-ঘুরে দেখেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০