বড়াইগ্রামে টিকা নেওয়ার ১০দিন পর চিকিৎসকের করোনা শনাক্ত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২১, ৫:৪৪ পি.এম
বড়াইগ্রামে টিকা নেওয়ার ১০দিন পর চিকিৎসকের করোনা শনাক্ত
নাটোরের বড়াইগ্রামে টিকা নেওয়ার সাত দিন পর শারমিন জাহান নামের এক চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে। গত ১৩ তারিখে প্রজিটিভ রিপোর্ট জানানো হয়। ঐ চিকিৎসক বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার। বর্তমানে তিনি বাড়িতে আইসোলিউশনে আছেন।
হাসপাতালে সুত্রে জানাযায়, গত ২৮শে ফেব্রুয়ারি চিকিৎসক শারমিন জাহান করোনা টিকা গ্রহন করেন। ৫ই মার্চ করোনার উপস্বর্গ দেখা দেয় ৭ই মার্চ নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ই মার্চ তার করোনা প্রজেটিভ খবর জানানো হয়। বর্তমানে তিনি বাড়িতে সুস্থ্য আছেন।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতে টিকা দুই ডোজ নেওয়ার পর নিরাপদ। প্রথম ডোজ নিরেও মাস্ক পরতে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হয়েছে। সে কারনে হয়ত প্রজেটিভ হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০