খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ব্রিষ্টল সিটিকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেষ্টার সিটি। প্রথমে পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ব্রিষ্টল সিটিকে ২-১ গোলে হারিয়েছে গার্দিওলার দলটি। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচ জয় পেল সিটিজেনরা।
ম্যাচে সিটিজেনদের হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইন ও সার্জিও অ্যাগুয়েরু। ব্রিষ্টল সিটির পক্ষে গোলটি করেন রেইড।
ম্যানসিটির মাঠে প্রথম চমকটা অবশ্য দিয়েছিল ব্রিষ্টল সিটি। প্রথমার্ধের ৪৪ মিনিটে রেইডের গোলে স্বাগতিকদের চমকে দিয়ে এগিয় যায় তারা। সিটির তারকা জন স্টোন্স নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় ব্রিষ্টল সিটি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্রিষ্টলকে এগিয়ে দেন রেইড।
তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানসিটিকে। ম্যাচের ৫৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহুর্তে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাগুয়েরুর গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ম্যানসিটি।
আর সেই সাথে ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা এখন। কারন, অপর সেমিতে আজ মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল। দুই লেগ মিলিয়ে জয়ী দল পাবে ফাইনালের টিকিট।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০