খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মরিয়ম (২), লিজা (২৫), ইশান (২০), খাদিজা (৬৫), তিথী (২০), অপর্ণা রায় (২২), আবু কাউসার (৩৬), আরজ উদ্দিন (৭০), ইয়াছিন মিয়া (৪০), এলাছ মিয়া (৫০), দিদার আলম (২২), সুরাইয়া বেগম (৬৫), হুমায়ুন মিয়া (৪০), মানিক মিয়া (৩০), ভানু (৫০), জিতু মিয়া (৩০), বাদল মিয়া (৩২), সুরমা বেগম (২৯)। বাকিদের প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন জানান, কাউতলী থেকে দিগন্ত পরিবহনের একটি বাস আখাউড়ার দিকে যাচ্ছিলো। বাসটি রামরাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের অনন্ত ৩০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহতবস্থায় ১৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০