খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ
নির্ধারিত সময়ের খেলা শেষ, ইনজুরি সময়ও শেষ হওয়ার পথে। খেলা তখনও গোলশূন্য ড্র। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ অমীমাংসিতই শেষ হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই লড়াই শেষ পর্যন্ত সমতা থাকেনি, একেবারেই শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
গতকাল মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দায় এক প্রীতি ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে একমাত্র গোলটি করেন জোয়াও মিরান্ডা।
বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দলে নেই তাদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এ ম্যাচেও তিনি ছিলেন না। তাই ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে সে অনুযায়ী গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
অবশ্য ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। ২২ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলের সুযোগে অ্যাঞ্জেল কোরেরয়ার আলতো শট ব্রাজিল গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি।
এমনি করে প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।
বিরতির পর এই লড়াই আরও উত্তেজনা ছড়ায়। তাই দুই দলের পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।
এভাবেই লড়াইটি চলে যায় খেলার একেবারের শেষ মুহূর্তে। তবে ইনজুরি সময়ে ব্রাজিলকে উল্লাসে মাতিয়ে তোলেন অধিনায়ক নেইমারের সহযোগীতায় ডিফেন্ডার মিরান্ডা। পিএসজি তারকার কর্নারে চমৎকার হেডে গোল করেন তিনি।
এ নিয়ে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে এটি তৃতীয় জয় পেয়েছে ব্রাজিল। গত বছর জুনে মেলবোর্নে শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
দুই দলই রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল। ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়। আর আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠলেও ফ্রান্সের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০